• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৮:৪৭ পিএম
বাংলাদেশ নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন 

সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন্স হয়েছে বাংলাদেশ। ফাইনালের মহারণে ভারতকে হারিয়ে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অদম্য এই জয়ে নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্রীড়া প্রতিমন্ত্রীসহ আরও অনেকে। 

ফাইনালের আগে শ্রীলঙ্কার জালে এক ডজন গোল দিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে এসে গোলের জন্য বেশ হাঁসফাঁস করছিল তারা। একের পর এক আক্রমণ করেও যেন গোলের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের নারীরা। 

ম্যাচে বাংলাদেশের জন্য শুভক্ষণ আসে ৮০তম মিনিটে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে দূর পাল্লার শটে গোল করেন আনাই মুগিনি। এরপর দেখা যায় দর্শকদের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস। শেষ পর্যন্ত এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ঘরের মাঠে টুর্নামেন্ট জিতে শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় তহুরারা। পুরো টুর্নামেন্ট জুড়ে কোন গোলই হজম করেনি বাংলাদেশ। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!